Sunday, January 11, 2026
24.3 C
Dhaka

পাঠ্যবইয়ে রাজনৈতিক ইতিহাস উপস্থাপন নিয়ে প্রশ্ন

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনের তুলনা তুলে ধরা হয়েছে। মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ের ‘গণঅভ্যুত্থানের কথা’ শিরোনামের গদ্যে এই তুলনার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যবই ২০১৩ শিক্ষাবর্ষ থেকে চালু হয়। ওই শিক্ষাক্রমের শেষ দিকের শিক্ষাবর্ষের বইগুলো পরিমার্জন করে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন করে পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে। এই পরিমার্জিত বইতেই জুলাই আন্দোলনকে বড় পরিসরে যুক্ত করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের একটি অংশ বলছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ উন্মুক্ত হয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্মের ভিত্তি তৈরি হয়। সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে জুলাই আন্দোলনের তুলনা টানা যথাযথ হয়নি বলে তারা মনে করছেন।

পরিমার্জিত পাঠ্যবইয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলেও জুলাই আন্দোলনকে কেবল ছাত্র-জনতার আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে ঊনসত্তর ও নব্বইয়ের অভ্যুত্থানের তুলনায় ২০২৪ সালের জুলাই আন্দোলনকে আরও বড় পরিসরে তুলে ধরা হয়েছে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাসে আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের দুই শীর্ষ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার নাম পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়নি। তিন জোটের কথা বলা হলেও জোটগুলোর নাম নেই। বিপরীতে, জুলাই আন্দোলনের বর্ণনায় বিস্তৃত আলোচনা যুক্ত করা হয়েছে।

অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ের গদ্যে বলা হয়েছে, দুনিয়াজুড়ে সব কালে, নানা দেশে আমরা গণঅভ্যুত্থান ঘটতে দেখেছি। বাংলাদেশের নিকট-ইতিহাসেও এ রকম তিনটি বড় গণঅভ্যুত্থান হয়েছে। প্রথমটি হয়েছিল ১৯৬৯ সালে, যা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। দ্বিতীয়টি ১৯৯০ সালে, যাকে নব্বইয়ের গণঅভ্যুত্থান বলা হয়, আর তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি, ২০২৪ সালের জুলাই মাসে। অনেকেই একে জুলাই অভ্যুত্থান বা ছাত্র-জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন।

একই পাঠে আরও বলা হয়েছে, আগের দুই অভ্যুত্থানের সঙ্গে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য হলো, আগের দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে। কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়।

নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের ‘আমাদের গৌরবগাথা’ শিরোনামের গদ্যসাহিত্যে উল্লেখ করা হয়েছে, জুলাই অভ্যুত্থান অভূতপূর্ব এক অভ্যুত্থান, যার পূর্বে নজির নেই। এই অভ্যুত্থান আমাদের জন্য এক অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু এটা কোনও দলের নেতৃত্বে হয়নি। কয়েকটি দলের জোটের মাধ্যমেও হয়নি। এখানে আন্দোলনকে কেবল ছাত্র-জনতার আন্দোলন হিসেবে তুলে ধরা হয়েছে।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘বাংলাদেশের গণআন্দোলন ও চব্বিশের জুলাই আন্দোলন’ পাঠ্যে বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। অধিকার আদায়ের সংগ্রামে অনেক মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে। ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গণঅভ্যুত্থান’ পাঠে লেখা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে নব্বইয়ের গণঅভ্যুত্থান ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তাৎপর্যপূর্ণ দুটি ঘটনা। গণতন্ত্র, সুশাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার দাবিতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের সফল প্রতিফলন হলো এ দুটি অভ্যুত্থান।

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘বাংলাদেশের স্বাধীনতা’ পাঠের ‘স্বাধীন বাংলাদেশের গণঅভ্যুত্থান’ অংশে অর্থনৈতিক আলোচনায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিছক কোনও সামাজিক-রাজনৈতিক ঘটনা নয়। বরং এটা বাংলাদেশের জীবনে নতুন নাগরিক চেতনার উন্মেষ।

২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলা বইয়ে জুলাই আন্দোলন নিয়ে আলাদা পাঠ ও কবিতা যুক্ত হয়েছে। প্রাথমিক স্তরের বইগুলোতেও জুলাই আন্দোলন নিয়ে লেখা ও কার্টুন বড় পরিসরে রাখা হয়েছে।

পাঠ্যবই পরিমার্জন প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী জানান, পাঠ্যবই মুদ্রণের সময় তিনি দায়িত্বে ছিলেন না এবং পরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এ বিষয়ে এনসিটিবির প্রধান সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর পাঠ্যবই পরিমার্জন বিষয়ে বক্তব্য দিতে চাননি। তবে এনসিটিবির সূত্রে জানা গেছে, পাঠ্যবই পরিমার্জনে ৫৭ জনের একটি এডিটরিয়াল প্যানেল কাজ করেছে এবং পরিমার্জনের অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)।

পাঠ্যবই পরিমার্জনের সময় দায়িত্বে থাকা এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুদকের নিয়োগ পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি...

রজব মাস যে কারণে সম্মানিত

রজব মাস ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি মাস।...

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন...

সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন, ইসলামের নির্দেশনা

সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ নাম নির্বাচনকে ইসলাম অত্যন্ত...

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, যেসব নিয়ম জানা প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তির আওতায় আবেদন প্রক্রিয়া...

হজকে সামনে রেখে মসজিদুল হারামে চলছে বড় সংস্কার ও সম্প্রসারণ

পবিত্র মক্কা নগরী এখন কর্মমুখর। ২০২৬ সালের হজকে সামনে...

‘যারা কখনো ব্যাট ধরেনি খেলাধুলায় অনভিজ্ঞ, তারা চালায় ক্রিকেট’

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা...

দ্বীনের সৌরভে সুবাসিত হোক আমাদের জীবন

ইসলামের মূল দর্শন হলো মানুষের সমগ্র সত্তাকে আল্লাহতায়ালার কাছে...

গুগলের ভূমিকম্প সতর্কবার্তা প্রযুক্তি

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের সংবেদনশীল এক্সেলারোমিটার ব্যবহার...

বিশ্বস্ত ব্র্যান্ডের নামেই বাড়ছে ডিজিটাল প্রতারণা

প্রযুক্তির সুবিধার পাশাপাশি সাইবার ঝুঁকিও দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। সাইবার...

কোরআন চুম্বন নিয়ে আলেমদের ভিন্নমত কেন

অনেক মুসলমান আবেগ ও ভালোবাসা থেকে কোরআন শরিফ চুম্বন...

মানসিক চাপে কোরআনের আশ্রয় কেন জরুরি

বর্তমান সময়ে মুসলিম তরুণদের জীবনে নানা ধরনের মানসিক ও...

মানবাকৃতির রোবটে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

চীনের মানবাকৃতির একটি রোবট টানা তিন দিনে ১০০ কিলোমিটারের...

১৪ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে এমপিও আবেদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের জনবল কাঠামো এবং...
spot_img

আরও পড়ুন

দুদকের নিয়োগ পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। সম্প্রতি দুদকের...

রজব মাস যে কারণে সম্মানিত

রজব মাস ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি মাস। আল্লাহ তায়ালা এই মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ইসলামের চারটি সম্মানিত মাসের মধ্যে রজব অন্যতম। ইসলামের...

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’ তিন দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে...

সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন, ইসলামের নির্দেশনা

সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ নাম নির্বাচনকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে উম্মতকে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি যেমন...
spot_img