জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ছাত্রদের প্রথম পালার পরীক্ষা শুরু হয়। এ দিন ছাত্রদের মোট চার পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত। আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে একই ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা পাঁচ পালায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্র জানায়, আজ ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে সকাল ৯টায় সি-১ ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। চলতি শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ছাত্র ও ছাত্রী মিলিয়ে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২২৬ জন পরীক্ষার্থী।
সি-১ ও ডি—এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় সকাল আটটা থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে উপস্থিত হতে শুরু করেন। সকাল পৌনে ৯টায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হলে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করেন। তবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্ধারিত সময়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কোনো কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। যেকোনো ধরনের সংগতির খবর পেলে সঙ্গে সঙ্গে সমাধান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
এদিকে অভিভাবক ও পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাতটি ইউনিটে টানা নয় দিন ধরে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।
জীববিজ্ঞান অনুষদের প্রথম পালায় খুলনা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আফসানা হকের মাতা আনিছা নূরী বলেন, ‘এভাবে ক্যাম্পাসে সবাইকে ডেকে এনে পরীক্ষা নেওয়া শুধু টাকা নষ্ট নয়, অভিভাবক ও শিক্ষার্থীদের হয়রানি করা। সায়েন্স আর্ট, কমার্স—তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়া উচিত এবং সেটা বিভাগীয় পর্যায়ে হওয়া দরকার। এভাবে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া এবং ক্যাম্পাসে হওয়া হয়রানি ছাড়া কিছু না।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, নানা কারণে এ বছর শিফট পদ্ধতি বাতিল করা ও বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে একাডেমিক কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর কীভাবে এই পদ্ধতি বাতিল করা যায় এবং এক দিনে পরীক্ষা সম্পন্ন করা যায়, সে বিষয়ে জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নেওয়া হবে।
সিএ/বিই


