স্নাতক পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রবিবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটি নতুন নিয়ম সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন পদ্ধতিতে প্রতি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষার জন্য এবং বাকি ২০ শতাংশ নম্বর ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তত্ত্বীয় কোর্সের ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরন এবং ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিকে আরও আধুনিক ও বাস্তবভিত্তিক করা।
সিএ/এমআরএফ


