বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে কার্যকর নয়। রোববার (২৬ অক্টোবর) রাতের দিকে বিশ্ববিদ্যালয় বাকসু ভবনের গেটে শিক্ষার্থীরা ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার সাঁটিয়েছেন।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, “দীর্ঘ সময়ে দেশের রাজনৈতিক পরিবর্তন হলেও এই ভবন শিক্ষার্থীদের কল্যাণে কাজে আসেনি। গণতান্ত্রিক চর্চা এবং মত প্রকাশের অধিকার থেকে আমরা ২৭ বছর ধরে বঞ্চিত।” তিনি আরও বলেন, “বাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখার সুযোগ দিতে হবে।”
রুপায়ন ভূঁইয়া জানান, শেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এরপর বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় আসলেও দেশে কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখনও কিছু পদক্ষেপ এমনভাবে গৃহীত হচ্ছে যেন বাকসু কার্যকর না হয়। শিক্ষার্থীরা দাবি করেছেন, অতি দ্রুত বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।
সিএ/এমআর


