সম্পাদকীয় নীতিমালা
চ্যানেল আগামী-তে সংবাদ ও কনটেন্ট তৈরির জন্য নির্ধারিত মান ও নীতি।
১. উদ্দেশ্য
আমাদের সম্পাদকীয় নীতিমালার উদ্দেশ্য হলো সংবাদ এবং কনটেন্ট প্রকাশের সময় নির্ভুলতা, সততা, ন্যায্যতা ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করা।
২. সত্যতা ও নির্ভুলতা
- প্রতিটি সংবাদে তথ্যের সঠিকতা যাচাই করা বাধ্যতামূলক।
- উৎস স্পষ্ট উল্লেখ করতে হবে। অবাস্তব বা ভিত্তিহীন তথ্য ব্যবহার করা যাবে না।
- যেকোনো অনুমান বা বিশ্লেষণকে যথাযথভাবে লেবেল করতে হবে।
৩. ন্যায্যতা ও পক্ষপাতহীনতা
- সব পক্ষের বক্তব্য সমানভাবে পরিবেশন করতে হবে।
- রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত পক্ষপাত এড়িয়ে চলতে হবে।
- কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করা যাবে না।
৪. কপিরাইট ও আইনি বাধ্যবাধকতা
- সকল কনটেন্টে কপিরাইট আইন অনুসরণ করতে হবে।
- ছবি, ভিডিও বা লেখা ব্যবহার করার পূর্বে লাইসেন্স বা অনুমতি সংগ্রহ করতে হবে।
- আইনি মামলার ঝুঁকি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ।
৫. ভাষা ও শিষ্টাচার
- সঠিক বাংলা ব্যবহার নিশ্চিত করতে হবে।
- অপমানজনক বা অসংবেদনশীল শব্দ ব্যবহার করা যাবে না।
- সাংবাদিক নৈতিকতার মান অনুসরণ করা আবশ্যক।
৬. প্রাইভেসি ও ব্যক্তিগত তথ্য
ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইন ও নীতিমালা অনুসরণ করতে হবে। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না।
৭. সম্পাদনা ও সংশোধন
কোনো সংবাদ বা কনটেন্টে ভুল পাওয়া গেলে দ্রুত সংশোধন করতে হবে এবং সংশোধনের তথ্য পাঠকদের জানাতে হবে।
৮. সামাজিক ও অনলাইন মাধ্যম নীতি
- সামাজিক মাধ্যমেও সততা বজায় রাখতে হবে।
- সেটি নিউজ কনটেন্টের জন্য প্রাসঙ্গিক এবং সঠিক তথ্য প্রকাশ করা প্রয়োজন।