অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশি ঋণের টাকা এমন কোনো ‘মজমার পোলাও’ নয় যে, যত খুশি ঘি ঢালা যাবে। ঋণের অর্থে সুদ যুক্ত থাকে, তাই এসব টাকায় দেশের উন্নয়নে অতি নির্ভরতা ঝুঁকিপূর্ণ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব সম্পদ। বিদেশি ঋণে কিছু অনুদান মিললেও সুদের বোঝা বহন করতে হয়। “স্বপ্নের পোলাও খেতে যত ইচ্ছা ঘি ঢালার মতো বিষয় নয় এটা। ঋণ নিলে তার সুদ দিতে হয়। তাই ঋণের টাকায় বেশি দূর এগোনো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, দেশের ভ্যাট ব্যবস্থা আধুনিক হলেও জিডিপির তুলনায় ভ্যাট আদায় এখনও খুব কম। ভ্যাট সংগ্রহের প্রক্রিয়া সহজ হওয়া এবং ভ্যাট নিশ্চিতভাবে কোষাগারে পৌঁছানো জরুরি। “বিদেশে ভ্যাট ছাড়া কোনো কিছু ক্রয় করা যায় না, কিন্তু বাংলাদেশে ভ্যাট আদায় হলেও তা কোষাগারে পৌঁছায় না—এটি দুঃখজনক।”
কর-জিডিপি অনুপাত কম হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, রাজস্ব বাড়াতে হলে জনগণকে সঠিক সেবা দিতে হবে। “হাসপাতাল ও শিক্ষায় সেবা নিশ্চিত করতে পারলে মানুষ স্বেচ্ছায় কর দেবে।”
এনবিআরের প্রতি সম্পূরক শুল্ক কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “কর দিয়েও সেবা না পেলে মানুষ প্রশ্ন তুলবে। সম্পদের সীমাবদ্ধতা আছে, তা মাথায় রেখে এগোতে হবে।”
বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ সচিব নাজমা মোবারেক বলেন, নানা সংস্কারের মাধ্যমে ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়েছে। অটোমেশন বড় সফলতা বলে মন্তব্য করেন তিনি।
আইসিসি বাংলাদেশের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, শুরু থেকেই ভ্যাটের বিরোধিতা থাকলেও সম্ভাবনা অনেক। ভোক্তা ও ব্যবসায়ীদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার ওপর জোর দেন তিনি।
এফআইসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান বলেন, ভ্যাট না দিলে কী হয়—এ বিষয়ে আরও সচেতনতা গড়ে তুলতে হবে।
‘সময়মত নিবন্ধন নেবো, সঠিকভাবে ভ্যাট দেবো’ প্রতিপাদ্য নিয়ে ঢাকাসহ সব বিভাগীয় শহরে উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।
সিএ/এএ


