দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে নতুন নির্ধারিত দরেই স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরির অঙ্ক পরিবর্তিত হতে পারে।
এর আগে ১ ডিসেম্বর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিপ্রতি ১,৫৭৫ টাকা বাড়িয়ে,
- ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা,
- ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা,
- ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
এ দাম কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।
চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৫৬ বার বেড়েছে, আর ২৭ বার কমেছে। গত বছর ৬২ বার সমন্বয়ের মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়েছিল।
স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—
- ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪,২৪৬ টাকা,
- ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা,
- ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতির রুপা ২,৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছর রুপার দাম সমন্বয় হয়েছে ৯ বার—এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।


