২০২৪-২৫ অর্থবছরে শক্তিশালী মুনাফা করলেও লভ্যাংশ বৃদ্ধির পদক্ষেপ নেনি রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানির মুনাফা প্রায় ২৩ শতাংশ বেড়েছে, তবে লভ্যাংশ আগের অর্থবছরের মতো ২৫ শতাংশই সুপারিশ করা হয়েছে। এই ঘোষণা পাওয়ার পর কোম্পানির শেয়ারে বড় ধরনের দরপতন ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে লভ্যাংশের সুপারিশও জানানো হয়। এই অর্থবছরের আর্থিক প্রতিবেদন ১২ নভেম্বর পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ১০ পয়সা, যা আগের বছরের ১৬ টাকা ৩৭ পয়সার তুলনায় ৩ টাকা ৭৩ পয়সা বা ২২.৭৯ শতাংশ বেড়েছে। সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৯৬৭ পয়সা, যা আগের বছরে ছিল ৩১ টাকা ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সায়, আগের অর্থবছরে যা ছিল ১০১ টাকা ৯৭ পয়সা।
লভ্যাংশ ঘোষণার পর প্রথম কার্যদিবসে শেয়ার লেনদেনে প্রভাব পড়ে। দুপুর ১টা পর্যন্ত শেয়ারদর ৮ টাকা ৪০ পয়সা বা প্রায় ৮ শতাংশ কমে ৯৯ টাকা ৭০ পয়সায় নেমেছে।
বিএসসি আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকার ঘোষণা দিয়েছে, যেখানে লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডার অনুমোদন নেওয়া হবে। রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
সিএ/এমআরএফ


