বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা এখন আরও সহজে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছেন, বিদেশে অবস্থানরত করদাতারা মোবাইল ফোনের পরিবর্তে ই-মেইলের মাধ্যমে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে ই-রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, আগে ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় করদাতাদের বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো। প্রবাসীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া সমস্যা তৈরি করছিল। সমাধানের জন্য এখন তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানো হবে।
এনবিআর জানিয়েছে, বিদেশে থাকা করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি সংযুক্ত করে [email protected] ঠিকানায় আবেদন করতে পারবেন। যাচাই শেষে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংক পাঠাবে, যার মাধ্যমে তারা সহজেই ই-রিটার্নে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।
২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে থাকা বাংলাদেশি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর জানিয়েছে, অনলাইন রিটার্ন সম্পূর্ণ কাগজবিহীন ও ঝামেলামুক্ত, এবং করদাতারা তাৎক্ষণিকভাবে acknowledgment slip ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রযোজ্য করদাতার ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএ/এমআর