সরকার আগামী সময়ে ১০ হাজার টন মসুর ডাল সরকারি গোডাউন ও রেশনিং কার্যক্রমে ব্যবহার করার জন্য কেনার পরিকল্পনা নিয়েছে। এ জন্য সরকারি বাজেট থেকে বরাদ্দ রাখা হয়েছে ৭১ কোটি টাকা।
সরকারি তথ্য অনুযায়ী, ডালের ক্রয় কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা এবং রেশন কার্যক্রমের জন্য নেওয়া হচ্ছে। মসুর ডাল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার থেকে প্রয়োজনীয় ডাল সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। ক্রয়কৃত ডাল দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গোডাউনে পৌঁছে দেওয়া হবে।
এ ধরনের উদ্যোগ দেশের দরিদ্র ও মধ্যবিত্ত ভোক্তাদের জন্য খাদ্যদ্রব্য সহজলভ্য রাখার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারের উদ্দেশ্য, মসুর ডালের বাজারে সুষ্ঠু সরবরাহ বজায় রেখে মূল্য স্থিতিশীল রাখা।
সিএ/এসএ


