প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অভ্যন্তরে আরও দ্রুত ও সহজে পৌঁছাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি চুক্তিবদ্ধ হয়েছে।
চুক্তির মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত অর্থ সরাসরি নগদের মোবাইল ওয়ালেটে পৌঁছে যাবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) বা ব্যাংকের মাধ্যমে যেকোনো স্থান থেকে অর্থ পাঠাতে পারবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকলেও ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবে।
রোববার রাজধানীর গুলশানের শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘নগদের সঙ্গে এই চুক্তির মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার দ্রুত, সহজ এবং শরিয়াহসম্মত রেমিট্যান্স সেবা পাবেন। আমাদের বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহের কার্যক্রম আরও সহজ হবে।’
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি নগদ ওয়ালেটে পৌঁছাবে। দেশের যে কোনো স্থান থেকে উপকারভোগীরা নগদের দুই লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন। এটি দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করবে।’
সিএ/এসএ


