ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা বিভিন্ন ফার্নিচার ঘুরে দেখে পছন্দমতো খাট, সোফা, ডাইনিং টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয় করছেন।
মেলায় আসা বিক্রেতারা জানিয়েছেন, তারা এক্সক্লুসিভ কিছু আসবাবপত্র নিয়ে এসেছেন, যা শুধুমাত্র মেলার শো রুমেই পাওয়া যাচ্ছে। এই কারণে বেচাকেনাও ভালো হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিন দেখা গেছে, মেলার ৩০তম আসরে দেশের বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টল এক সারিতে পাশাপাশি রয়েছে। এতে ক্রেতারা কোনো ঝামেলা ছাড়াই পছন্দের পণ্যটি কিনতে পারছেন।
রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে এসেছেন আকলিমা বেগম ও সায়েরা সুলতানা। আকলিমা বলেন, ‘প্রতিবছরই মেলায় ব্র্যান্ড ফার্নিচারের কোম্পানিগুলো নতুন নকশার পণ্য নিয়ে আসে। তাই দেখার জন্য এসেছি। যদি দামের সঙ্গে পছন্দ মিলে যায় তবে কিনব।’
অন্য এক গৃহিণী বলেন, ‘একটি মার্বেল পাথরের ডাইনিং টেবিল পছন্দ হয়েছে। কিন্তু দাম বেশি, মেলার শেষ দিকে আবার আসব। তখন মূল্যছাড় দিলে কিনে ফেলব।’
গাজীপুরের কালিয়াকৈর থেকে আসা ফাতেমা ও রওশন মিয়া দম্পতি জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরে ঘর সাজানোর জন্য সোফা কিনব ভাবছি। সোফা দেখার জন্যই মেলায় এসেছি। কিছু প্যাভিলিয়ন ঘুরে দেখেছি, কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। আরও কয়েকটি স্টল ঘুরে সিদ্ধান্ত নেব।’
আক্তার ফার্নিচারের সেলস কর্মকর্তা দুলাল রায় বলেন, ‘১৯৭৬ সাল থেকে আমরা ক্রেতার কথা মাথায় রেখে আধুনিক ও মানসম্মত কাঠের ফার্নিচার বাজারে নিয়ে আসছি। এবার মেলায় প্রথমবার মডার্ন ডিজাইনের ফার্নিচার প্রদর্শন করেছি। বেড, ন্যাচারাল মার্বেলের ডাইনিংসহ এক্সক্লুসিভ পণ্য রয়েছে, যা মেলার শো রুম ছাড়া অন্য কোথাও দেখা যায়নি। কিছু পণ্যে ছাড়সহ নানা অফার রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে পণ্য আনা হয়েছে। মেলায় নগদ বিক্রির পাশাপাশি বেশ কিছু পণ্যের অর্ডারও পাওয়া গেছে।
নাদিয়া ফার্নিচারের ডেপুটি ম্যানেজার সফিকুল ইসলাম জানান, মেলায় আনা ৮০-৯০ শতাংশ পণ্যই নতুন ডিজাইনের। ক্রেতাদের সুবিধার জন্য প্রতিটি পণ্যে ১০-১২ শতাংশ ডিসকাউন্ট রয়েছে। পণ্যের মূল্য ১০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে রয়েছে।
হাতিল ফার্নিচারের সিনিয়র অফিসার রাইসুল ইসলাম বলেন, ‘এবার মেলায় হাতিল ফার্নিচার নতুন আসবাবপত্র নিয়ে এসেছে। ডাইনিং টেবিল ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে, গ্রানাইড পাথরের টেবিল ৯০ হাজার থেকে ১ লাখ টাকায়, চেয়ার ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও মেলায় কাঠের ফার্নিচারের স্টলে ক্রেতা-দর্শনার্থীর ভিড় এবং বিক্রিও ভালো হচ্ছে।’
সিএ/এসএ


