বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বচ্ছতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি আমীর খসরু।
তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেয়া হবে না।”
আমীর খসরু আরও জানান, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থাহীন হয়ে পড়েছেন। ব্যবসা সহজ করা এবং খরচ কমানোর জন্য ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। এছাড়া সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, “বিভিন্ন ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।”
সিএ/এসএ


