জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়ে দিয়েছে, যার ফলে বাজারে স্মার্টফোনের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এনবিআর মঙ্গলবার (১৩ জানুয়ারি) কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে, যা মোট শুল্ক‑কর চাপকে ৬১.৮০ শতাংশ থেকে প্রায় ৪৩.৪৩ শতাংশে নামিয়ে দিয়েছে।
এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব হিসেবে সরকার আশা করছে যে Tk৩০,০০০ এর উপরে দামের মোবাইল ফোনের খুচরা মূল্য প্রায় Tk৫,৫০০ কমতে পারে। একইভাবে একই ক্রয়সীমার স্থানীয়ভাবে সংযোজিত ফোনের দামও আনুমানিক Tk১,৫০০ কমতে পারে।
শুল্ক কমানোর পাশাপাশি মোবাইল ফোনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির শুল্কও ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে, যাতে দেশীয় অ্যাসেম্বলি খাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করা যায়।
সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোনগুলো সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং ডিজিটাল সার্ভিসেসের অ্যাক্সেস বাড়ানো সম্ভব হবে। তবে বাস্তবে দাম কতটা কমবে এবং তা বাজারে কবে প্রতিফলিত হবে, তা সময়ের সাথে নির্ধারিত হবে।
সিএ/এসএ


