বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার মান নিশ্চিত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং আলেফ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ডিজিটাল বিজ্ঞাপনের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় এজেন্সিগুলোর জন্য বৈশ্বিক মান ও এক্সপোজার নিশ্চিত করা হবে।
আলেফ বাংলাদেশের গুগল, টিকটকসহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। সমঝোতা স্মারকের আওতায় স্ট্রাকচার্ড ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং নবীন পেশাজীবীদের জন্য সার্টিফিকেশন কার্যক্রম চালু করা হবে।
রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে ছিলেন এহসানুল হক, কান্ট্রি ডিরেক্টর, এবং আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।
এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপনে পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা নিশ্চিতকরণ এবং তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পের থ্রি ই (Enable, Enhance, Expand) কাঠামোর আওতায় এএএবি সদস্য সংস্থার জুনিয়র পেশাজীবী ও নবীন গ্র্যাজুয়েটদের জন্য বিনামূল্যে বৈশ্বিক ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্টিফিকেশন প্রদান করা হবে। পাশাপাশি আলেফের ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রকে প্রেফার্ড এএএবি লার্নিং হাব হিসেবে ব্যবহার করে যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া এজেন্সি মালিক ও সিনিয়র লিডারশিপের জন্য লিডারশিপ মাস্টারক্লাস আয়োজন, দ্বিবার্ষিক স্টেট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ এবং ব্র্যান্ড সেফটি, বিজ্ঞাপনের স্বচ্ছতা ও প্ল্যাটফর্ম কমপ্লায়েন্স নিশ্চিত করতে ডিজিটাল অ্যাডভার্টাইজিং আচরণবিধি প্রণয়ন করা হবে। নির্বাচিত বাংলাদেশি বিজ্ঞাপন কার্যক্রম আলেফের গ্লোবাল কেস স্টাডিতেও অন্তর্ভুক্ত করা হবে।
উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলবে।
সিএ/এসএ


