দেশের বাজারে সোনার মূল্য আবারও কমেছে। ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত জানায়। নতুন দাম বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাজারেও একই দামে সোনা বিক্রি হচ্ছে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার দামে নতুন সমন্বয় আনা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারেও দামের পরিবর্তন করা হয়েছে।
সোনার নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিএ/এএ


