বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী মঙ্গলবার দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) নতুন দাম ঘোষণা করবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশীয় বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্যও নতুন দাম ঘোষণা করা হবে মঙ্গলবার দুপুরে।
বর্তমানে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৩৪ টাকা নির্ধারিত আছে। তবে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্যাসের কাঁচামালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় বাজারেও সামান্য মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিইআরসি কর্মকর্তারা জানান, মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারের দাম ছাড়াও পরিবহন খরচ, ডলারের বিনিময় হার, এবং স্থানীয় বিতরণ ব্যয় বিবেচনায় নেওয়া হবে। কমিশন বলছে, ভোক্তা ও উদ্যোক্তা — উভয় পক্ষের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এলপি গ্যাস ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদক ও পরিবেশকদের মধ্যে নতুন দামের জন্য আগ্রহ দেখা দিয়েছে।
দেশে বর্তমানে ৩৫টিরও বেশি প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ড নামে এলপি গ্যাস বাজারজাত করছে। তবে এই বাজারের প্রায় ৭০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে মাত্র পাঁচটি কোম্পানির হাতে।
বিইআরসি সূত্র আরও জানায়, নতুন দাম ঘোষণার পর তা কার্যকর হবে ঘোষণার দিন থেকেই।
সিএ/এমআর