আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কমরেড মো: জাহাঙ্গীর হোসেন। আজ বিকেলে জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
কমরেড জাহাঙ্গীর হোসেন বর্তমানে সিপিবি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এবং বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমাদানের সময় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন একঝাঁক বামপন্থী নেতা ও সংগঠক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কমরেড দীপালি রানী দাস, জেলা বাসদ সমন্বয়ক।কমরেড চন্দ্র শেখর মজুমদার ও ডা. শ্যামল চন্দ্র ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য।বীর মুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কমিউনিস্ট পার্টি নেতা।তাপস কুমার সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, কৃষক নেতা।কমল চন্দ্র দাস ও নূরে আলম নূর, যুব ইউনিয়ন নেতা।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কাস্তে মার্কার প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন নির্বাচনের পরিবেশ নিয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। সাধারণ মানুষ যেন কোনো ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে, সেই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী অপশক্তির হাত থেকে সমাজকে বাঁচাতে বামপন্থীদের জয়ী করা এখন সময়ের দাবি।
জনগণের মুক্তি ও টেকসই অর্থনীতির পথরেখা তুলে ধরে তিনি বলেন, মানুষের প্রকৃত মুক্তির জন্য সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ গঠন অপরিহার্য। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষিভিত্তিক কল-কারখানা গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন। দল ও ব্যক্তির সততা, যোগ্যতা এবং বিগত দিনের সংগ্রাম বিবেচনা করে ‘কাস্তে’ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাঁদপুর-৩ আসনের ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


