ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের পথে রওনা হয়েছেন।
তার গাড়িবহর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।
নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম লেখাবেন তারেক রহমান। সব বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর এনআইডি পেতে ‘সর্বোচ্চ এক দিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।
বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় চলতি বছরের ২৯ ডিসেম্বর।
সিএ/এএ


