শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেন এবং দেশের সর্বস্তরের জনগণকে সেখানে এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার তাদের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানানো হয়। আহ্বানে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জনগণের উপস্থিতি জরুরি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টায় তাঁর মৃত্যু হয়।
সিএ/জেএইচ


