বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে তাঁর নির্ধারিত বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী গাড়িবহর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ায়।
গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি তারেক রহমানের থাকার জন্য আগেই প্রস্তুত করা হয়েছিল। বাড়িটি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। হাসপাতালে তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এভারকেয়ার হাসপাতালের আশপাশে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরেন। সকালে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিমানে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকায় অবতরণের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জুলাই-৩৬ এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে লাখো নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে তিনি বক্তব্য দেন।
গণসংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। এরপর সেখান থেকে গুলশানের বাসভবনে পৌঁছান তারেক রহমান। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর পরিবেশ দেখা যায়।
সিএ/জেএইচ


