বিএনপির সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয়ভাবে বড় পরিসরের সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে।
শায়রুল কবির খান বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সংবর্ধনা আয়োজনসংক্রান্ত অনুমতিপত্র বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠান। ওই অনুমতিপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই চিঠি পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
দলীয় সূত্রগুলো বলছে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সারাদেশ থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সিএ/জেএইচ


