বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা ও মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন। পাশাপাশি মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।’
ডা. জাহিদ জানান, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি ঢাকায় আসেনি। তবে আগেও মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না। তিনি বলেন, ‘এখনো সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর। মেডিক্যাল বোর্ড অনুমতি দিলেই তাঁকে বিদেশে নেওয়া হবে।’
এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গুজব না ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সিএ/এএ


