বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের স্ত্রী শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। দেশে পৌঁছে তিনি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন শুক্রবার বিকেলে এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার সময় পাশে থাকতে পারেন।
খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এ নিয়ে দেশে উদ্বেগ বাড়ছে।


