বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চায়। এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, তার দল কখনোই জাতিকে বিভক্ত দেখতে চায় না, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন। জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা আমাদের নেই। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন ফর্মুলায় পরিচালিত হোক।
তিনি আসন্ন নির্বাচন নিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদেরকে আস্থা ও সমর্থনের ভিত্তিতে নির্বাচন করবে, আমরা সেই বিজয়ী শক্তিকে অভিনন্দন জানিয়েই এগোবো। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাবো দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করতে।
জামায়াত আমির আরও বলেন, কেউ কেউ বলেছেন তারা ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গড়বেন কিন্তু জামায়াত ছাড়া। আমরা বলছি, আল্লাহর ইচ্ছায় যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে আমরাও কাউকে বাদ দেবো না। সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, পুরোনো রাজনীতির বিভাজন ও অপশাসন দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। যারা জাতিকে বিভক্ত করে, তারা এ দেশের শত্রু। এই দুশমনকে বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না।
দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নাই। সর্বস্তরে দুর্নীতি করার অভিজ্ঞতাও আমাদের নেই। আমরা জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী।
তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং ‘ফেসি’ আকারে রয়ে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের পাঁচটি লক্ষণ আজও বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।
মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মাটির নিচে বিপুল খনিজ সম্পদ, সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি কেন? এটি পরিবর্তন করতে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
দেশপ্রেমের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভেতরেই আমরা ছিলাম। জেল-জুলুম সহ্য করেছি, প্রাণ দিয়েছি, কিন্তু দেশকে ছেড়ে যাইনি। কারণ আমরা এই দেশ, এই মাটি, এই মানুষকে ভালোবাসি।
সিএ/এমআরএফ


