বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় গণতন্ত্রের পথকে শক্তিশালী করবে এবং কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না ওঠে তা নিশ্চিত করবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ ও আহতদের পরিবারসহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে। তিনি উল্লেখ করেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা পুনরুজ্জীবিত হয়েছে। রিজভীর মতে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হলে সেই সরকারের মানবিক দিক থাকে না, যা তিনি বর্তমান সরকার উদাহরণ হিসেবে টেনে দেখান।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বৃদ্ধি পাবে। এছাড়া তিনি বলেন, কত মানুষ অসুস্থ ও ক্ষুধার্ত অবস্থায়, সেই সময় তারেক রহমানের জন্মদিন পালন করার সিদ্ধান্ত যৌক্তিক নয়।
সিএ/এমআরএফ


