বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ চুক্তিকে দেশের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তার দাবি, এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র ও জনগণের স্বার্থ উপেক্ষা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের লাভ নিশ্চিত করা হয়েছে।
রবিবার পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রিজভী ঘটনাস্থল পরিদর্শনে যান।
রিজভী বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তিতে বাংলাদেশের বাধ্যতামূলকভাবে বিদ্যুতের একটি বড় অংশ কিনতে হয়। এই চুক্তি ক্ষমতায় টিকে থাকার স্বার্থে করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তার মতে, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়নমূলক চুক্তি করা যেতে পারে, তবে সেটি কোনোভাবেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে না।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের স্বার্থবিরোধী বেশ কিছু চুক্তি করেছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিষয়েও জনগণকে অন্ধকারে রাখা হয়েছে বলে দাবি করেন রিজভী।
বর্তমান পরিস্থিতিকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, চলমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসব বিষয় পুনর্বিবেচনা করা হবে। পূর্ববর্তী সরকারের নীতিগত ভুল দেশের জনগণকে রাজপথে নামতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সিএ/এমআরএফ


