ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা সাংবাদিক ও সমর্থকদের ওপর ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাদির ওপর তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে। ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।’
হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু তারা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের ওপর হামলা মানে আমার ওপর হামলা। তিনবার মেরার ঘটনা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।
সিএ/এমআরএফ


