বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করা বহু কর্মকর্তা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, তাহলে পালানোর পথ পাবেন না।’ শনিবার (১৫ নভেম্বর) খুলনা-৫ আসনে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে জিরো পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হলে দেশের জনগণের দুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রার্থী যেন সমান সুযোগ পায় এবং কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে ক্ষমতায় থাকা সব রাজনৈতিক দলের শাসনেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। মানুষের মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা আসেনি। তাই দেশের শান্তি ও সুশাসনের জন্য কোরআনের ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে। নতুন প্রজন্ম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের বার্তা দিয়েছে। এ পরিবর্তন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিপুল অর্থ ব্যবহার করে নমিনেশন নিয়েছে তাদের উদ্দেশ্য অসৎ। তাদের বিজয় দুর্নীতি বাড়াবে। তাই সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার মধ্য দিয়েই আগামীর দেশ গড়া সম্ভব।
এর আগে খুলনা-৫ আসনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সিএ/এমআরএফ


