ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে বারবার একই দলগুলোর শাসন এবং তাদের ভুল পুনরাবৃত্তি মানুষ আরও ক্ষতিগ্রস্ত করছে। নতুনভাবে পুরনো ভুলকে আড়াল করার চেষ্টা করলে প্রকৃত সমস্যাগুলো ঢেকে যাবে না। তিনি বলেন, “বারবার ধোঁকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন-হত্যা বন্ধ হবে না, আর টাকা পাচার থামবে না।”
রেজাউল করিম আরও বলেন, দেশের সত্যিকারের উন্নতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে রাষ্ট্রের শাসনব্যবস্থায় আনা প্রয়োজন। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী নীতি অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল জাতীয় নির্বাচন এবং পাঁচ দফা দাবি।
রেজাউল করিম বলেন, বিদেশীদের দালালি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশ যেন কোনো জিঞ্জিরায় বন্দি না থাকে। ৫ আগস্টের পর এ ধরনের স্বাধীনতা কিছুটা অর্জিত হয়েছে। তিনি সবাইকে আহ্বান জানান, জালেম, চাঁদাবাজ ও বিদেশী হস্তক্ষেপ থেকে দেশকে মুক্ত করতে দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক ও মানবতার পক্ষে যারা রয়েছেন তাদের একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৩ বছরে দেশ পরিচালনাকারী দলগুলো দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ দুপক্ষই দুর্নীতিতে শীর্ষে আছে। তারা হাজারো নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করেছে এবং দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে। মুফতি রেজাউল করিম বলেন, “টাকা কামায় করি আমরা, টাকা পাচার করেছে তারা।”
মুফতি রেজাউল করিম উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত কোনো এমপি সংসদে যায়নি। সুযোগ থাকা সত্ত্বেও দলটি এমপি বা মন্ত্রিত্ব বা ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য রাজনীতি করেনি। তাদের রাজনীতি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে পরিচালিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী এবং লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিন।
সিএ/এমআরএফ


