জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, এনসিপি আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। ক্ষমতায় যাওয়ার পর দলের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা খাতের সংস্কার না করা এবং শিক্ষকদের বৈষম্য নিরসন না করা হলো জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে এবং আর কোনো শিক্ষকের গায়ে হাত তোলা যাবে না।
এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন। শিক্ষকদের দাবিগুলোতে রয়েছে দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতনপ্রাপ্ত শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা ঘোষণা করেছিল। তবে সহকারী শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন।
আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়াও, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলনে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
সিএ/এমআরএফ


