ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের চেতনা ও স্পিরিট থেকে সরে গেছে। তিনি বলেন, যে প্রত্যাশা ও জনগণের আশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ। নতুন বাংলাদেশের নামে পুরনো স্বার্থান্বেষী গোষ্ঠী আবারও প্রভাব বিস্তার করছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের প্রত্যাশার পরিপন্থী।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, বিগত সরকারের সময়ে একটি দল মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি নিয়ে ব্যবসা চালাতো। শাহবাগ কায়েম করার মাধ্যমে তারা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না। জুলাই চেতনা ধারণ করে যারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, শুধুমাত্র সেই রাজনীতি টিকে থাকবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে কল্যাণভিত্তিক ও নৈতিক রাজনীতি। এখানে পেশিশক্তি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ফাও খাওয়ার রাজনীতি চলবে না। যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা বিদেশি বয়ান ব্যবহার করে। মুজিববাদী বয়ানে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে দেশ নতুন বাংলাদেশ হিসেবে এগোতে পারবে না।
ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। তাদের প্রথম দায়িত্ব ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও খুনি হাসিনা ও সহযোগীদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছরেও তারা এ বিষয়ে কোনো রায় দিতে পারেনি।
সিএ/এমআরএফ


