জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে রাজনীতি করতে এনসিপি-তে যোগ দিতে হবে। তিনি বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় এই কথা বলেন।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ সহিংসতার কারণে গোলাগুলি হচ্ছে এবং যারা এই ধরনের অস্ত্রভিত্তিক রাজনীতি চালায় তাদের বিরুদ্ধে আগামী ভোটে গণআলোচনা হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামে বর্তমানে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে এবং যাদের ব্যালেটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে।
হাসনাত যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগত জানান এবং বলেন, এনসিপি জোট নয়, আমরা সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। তিনি দলের কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের একতার আহ্বান জানান ও কোরাম কমিয়ে বাস্তব কাজের উপর গুরুত্ব দিতে বলেন।
একই সভায় তিনি সরকারের দুই উপদেষ্ঠা এবং তাদের কর্মকাণ্ডকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, কিছু উপদেষ্টা অযোগ্য এবং তাদের ব্যর্থতার দায় দেশের নাগরিকরাই ভোগ করবেন। এছাড়া জুলাই যোদ্ধাদের পাওনা দ্রুত মিটিয়ে না দেওয়া হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সিএ/এমআর


