দলীয় মনোনয়ন না পেলেও বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি দলের সঙ্গে থেকেই রাজনীতি চালিয়ে যাবেন। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই তাঁর কাছে ওঠে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা উপলক্ষে সোমবার বিএনপি ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন প্রকাশ করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে, যেখানে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। টকশো, সামাজিক মাধ্যম ও অন্যান্য মাধ্যমে গত কয়েক বছরে তিনি আলোচনায় ছিলেন। সামাজিক মাধ্যমে তাঁর নাম না থাকার কারণে নতুন আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রুমিন ফারহানা বিবিসি বাংলাকে বলেন, ৬৩টি খালি আসনে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁর নিজের আসনও সেই তালিকাভুক্ত, যেখানে এখনও কাউকেও মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বলেন, “আমি এখনই বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আমাকে দেওয়া হচ্ছে কি না।”
রুমিন ফারহানা উল্লেখ করেন, তিনি গত ১৭ বছর বিএনপিতে কাজ করেছেন। “মানুষের আগ্রহের কারণ আমি দলের জন্য, দেশের জন্য, ন্যায়ের পক্ষে ও সত্যের জন্য কাজ করেছি। আগামী দিনগুলিতেও তাই করব।”
তিনি ২৩৭টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার রাজনীতি আমি আমার মতো করে চালিয়ে যাব। দল তার সিদ্ধান্ত নেবে, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ।”
দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, “প্রশ্নই ওঠে না। আমি দলের সঙ্গে থাকব।”
সূত্র: বিবিসি বাংলা
সিএ/এমআরএফ


