আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে এবার নিজের জেলা বগুড়া নয়, রাজধানীর আলোচিত ঢাকা-১৭ আসন থেকেই লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, “আমি এবার ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছি। এটা আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, বরং প্রতিবাদের মাধ্যমও। আমি চাই নির্বাচনটা সুষ্ঠু হোক, মানুষ যেন উৎসবের আমেজে ভোট দিতে পারে।”
এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ইতোমধ্যেই প্রার্থী হচ্ছেন। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীরাও আছেন। হিরো আলম জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন, তবে কিছু রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে।
তিনি বলেন, “অনেক দলের নেতারা আমার সঙ্গে কথা বলছেন। আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। যেসব প্রস্তাব পাচ্ছি সেগুলো ভেবে দেখছি। যদি ব্যাটে-বলে মিলে যায়, তাহলে কোনো দলে যোগ দেব; নইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ব।”
নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি দাবি করে হিরো আলম আরও বলেন, “আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে। দেশের আসল শক্তি সেই পরিশ্রমী মানুষের মধ্যেই আছে, যারা সারাদিন কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে— অথচ রাষ্ট্রীয় সুবিধা থেকে সবচেয়ে বঞ্চিত তারাই।”
ঢাকা-১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগে হিরো আলম এই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সিএ/এমআর

                                    
