জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে নির্বাচন কমিশনের নতুন সংযুক্ত প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানিয়েছেন।
পাটওয়ারী জানান, তারা প্রতীক হিসেবে শাপলা কলি নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে শাপলা কলির প্রতিদ্বন্দ্বিতা হবে।
এর আগে পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন। দলীয় পক্ষ থেকে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ অক্টোবর ইসি প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছিল। জুলাই অভ্যুত্থানের তরুণ নেতৃত্বাধীন এনসিপি প্রথমে ‘শাপলা’ প্রতীকই চেয়েছিল। প্রতীক নিয়ে দলটি প্রথমে আপসহীন অবস্থান নিলেও পরে শাপলা কলি গ্রহণে সম্মত হয়েছে।
এনসিপি ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করে এবং শুরুর দিকে তিনটি প্রতীক প্রস্তাব করেছিল—শাপলা, কলম ও মোবাইল ফোন। পরবর্তীতে ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে শাপলার রঙ ও ধরন সংশোধন করে জানায়। ২৩ সেপ্টেম্বর কমিশন নির্বাচনি প্রতীকের সংখ্যা ৬৯ থেকে ১১৫ বাড়িয়ে শাপলা বাদ রাখে। এরপর দলটির নেতারা ইসির সঙ্গে কয়েক দফা বৈঠক করেন এবং শেষ পর্যন্ত শাপলা কলি গ্রহণের সিদ্ধান্তে পৌঁছান।
সিএ/এমআরএফ


