বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান নির্বাচনী পদ্ধতি দেশের জন্য কলঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালে ভোটরবিহীন একতরফা নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে আমি-ডামি নির্বাচনের উদাহরণ এ প্রমাণ করছে। এই পদ্ধতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন বা জনগণের সরকার গঠন সম্ভব নয়।
জামায়াতের সিনিয়র নেতা পিআর পদ্ধতিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের সর্বোত্তম মাধ্যম হিসেবে দাবি করেন। তিনি বলেন, এই পদ্ধতিতে ভোট হলে ভোট চুরি, কেন্দ্র দখল, মনোনয়ন বাণিজ্য ও কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারের গঠন নিশ্চিত করতে পারবে।
শনিবার (১ নভেম্বর) জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানার আয়োজনে জাতীয় জাদুঘর গেইটে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব তৈরি করছে। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সাফল্য এ বিষয়ে উদাহরণ স্বরূপ তুলে ধরা হয়।
বিশেষ অতিথি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, এটি মানুষের কল্যাণে নিবেদিত। সামাজিক সেবা ও সমাজ সংস্কারের মাধ্যমে জনগণের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য। তিনি জোর দেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত।
উদ্বোধনী সভায় শাহবাগ পশ্চিম থানা নায়েবে আমির ডা. মেসবাহ উদ্দিন সায়েম, ডা. মো. আনোয়ারুল হক, ডা. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাটের কাজিউল ইসলামকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
সিএ/এমআরএফ


