বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আসন্ন নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হবে এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত শঙ্কা শিগগিরই কাটিয়ে উঠবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।
ড. মঈন খান বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, আমরা জাতির স্বার্থে আলোচনা করতে এসেছি। আমরা চাই এমন পরিবর্তন, যার মাধ্যমে দেশের জনগণ নির্বিঘ্নে ও নিরাপদে জীবনযাপন করতে পারবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসির কার্যকরী দায়িত্ব অপরিহার্য। কমিশনের নিজস্ব জনবল সীমিত, তাই সরকারের কাছ থেকে ধার করা অন্তত ১০ লাখ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ কার্যক্রমের জন্য আমরা বিস্তারিত তথ্য জানতে এসেছি।
তিনি উল্লেখ করেন, বিগত তিন নির্বাচনে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ১৫ বছরে যারা বিতর্কিত অবস্থায় ছিল, তারা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে বলে আশা করা ঠিক নয়। কমিশনকে এসব বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন সম্পূর্ণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
সিএ/এমআর