জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, জুলাই সনদে স্বাক্ষর দেওয়া জাতীয় ঐক্য নয় এবং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি বলেন, “সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য বোঝে। কিন্তু বাস্তব জাতীয় ঐক্য হলো সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাচ্ছে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।”
তিনি আরও অভিযোগ করেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অবহেলা করা হচ্ছে। অনুষ্ঠানে নাহিদ জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নামও ঘোষণা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুখ্য সংগঠক হবেন আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।
সিএ/এমআর