Thursday, January 22, 2026
18 C
Dhaka

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ কাউন্সিল, আসাদুজ্জামান নূর সভাপতি  

ইভান পাল

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ কাউন্সিলে এবারে সারাদেশের সদস্যভুক্ত ২৮০টি আবৃত্তি সংগঠনের তিনজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।

আজ ২৬ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে  বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ অধিবেশন শুরু হয়।

পরপর সপ্তমবারের মতো সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ ছাড়া পরপর চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহকাম উল্লাহ কামাল। আগামী তিন বছর তাঁরা এই দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৯৮৮ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনে যাত্রা শুরু করেছিল। সংগঠনের প্রথম সভাপতি ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সাগর লোহানী। আর এবার ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হলো।

কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সদস্যপদ নিয়ে আলোচনা, অর্থ সম্পাদকের প্রতিবেদন, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনা, সদস্য সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়, গঠনতন্ত্র সংশোধনী নিয়ে আলোচনা, নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মীর বরকত, হাসান আরিফ এবং আশরাফুল আলমসহ বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

কাউন্সিলে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, গোলাম সারোয়ার, শাহাদাত হোসেন, সোহরাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ জাফর, রেজীনা ওয়ালী, ফয়জুল আলম, নাজমুল হাসান (কুমিল্লা), আবু সুফিয়ান চৌধুরী (ফরিদপুর), মোকাদ্দেম বাবুল (সিলেট), আজমল হোসেন (বরিশাল), আলম আরা (খুলনা), মোহাম্মদ কামাল (রাজশাহী), কান্তি কানিজা (ময়মনসিংহ) ও সমরজিৎ দাস (চট্টগ্রাম)।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানউল্লাহ তমাল (ঢাকা), জয়দেব সাহা (ময়মনসিংহ), শাহাদাত হোসেন (ফরিদপুর), এমদাদ হোসেন কিশোর (কুমিল্লা), দেবাশীষ রুদ্র (চট্টগ্রাম), শরিফ আহমেদ (রাজশাহী), খান মাজহারুল হক লিপু (খুলনা), মারিফ বাপ্পী (বরিশাল) ও মনির হোসেন (সিলেট)।

অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শহীদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অলোক বসু, প্রচার সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ, প্রকাশনা সম্পাদক জি এম মোর্শেদ, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান।

সংগঠনটির নির্বাহী সদস্যরা হলেন অনন্যা লাবণী, ফখরুল ইসলাম তারা, প্রশান্ত অধিকারী, সুবর্ণা আরফিন, মাশরুক রহমান, সিদ্দিকুর রহমান পারভেজ, আমিরুল বাশার, জিয়াউল ইসলাম, জালালউদ্দিন হীরা, আহমেদ শিপলু, সামসুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, অনন্যা সাহা, পুনম চিনু, তাসকিয়াতুন নূর তানিয়া, হাসান জাহাঙ্গীর, মশরুর হোসেন, সেলিম রেজা সাগর, সুকান্ত গুপ্ত, সাইমুম আঞ্জুম ইভান, রফিকুদ্দৌলা রাব্বী, শরীফ মজুমদার, আবদুল বারী, মো. জাহিদুল ইসলাম, ইমরান সাগর, মেরুনা বানু মুন, ম ম জুয়েল, আরিফ কাদরী, গোলাম মোস্তফা, এ টি এম মাকসুদুল হক, আল আমিন, সুলতান মাহমুদ শ্রাবণ, সালমানুল মেহেদী, উম্মে কুলসুম পলি, শামীমা রত্না, শামস-উল আলম, মুজাহিদুল ইসলাম প্রিন্স ও মশিউর রহমান।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, নিরঞ্জন অধিকারী, কাজী মদিনা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা, ডালিয়া আহমেদ, মীর বরকত, হাসান আরিফ, কেয়া চৌধুরী ও লায়লা আফরোজ।

সভায় অতিথিরা বলেন, দেশপ্রেম এবং নৈতিকতায় বাংলাদেশের আবৃত্তিকাররা কখনও আপস করেনি। এর সঙ্গে এখন যোগ হয়েছে মানবতা। কু-প্রবৃত্তিকে বাদ দিয়ে, আবৃত্তি এবং কথার মাধ্যমে সবাইকে সুন্দরের দিকে টেনে আনতে হবে। আমরা এখন আবৃত্তির পেছনে সময়টা ঠিকমতো দিতে পারি না, সঠিকভাবে তার ব্যবহার করতে পারিনা। সময়কে আরও সঠিকভাবে কাজে লাগাতে হবে।

অতিথিরা আরো বলেন, শিল্পীদের এক দীর্ঘ ইতিহাস আছে, সেটিকে সম্মান দিয়ে তাদের সম্মান জানানো আমাদেরই দায়িত্ব। বাংলাদেশের আবৃত্তির এখন একটি চমৎকার অবয়ব আছে। আবৃত্তি শিল্প একটি আদর্শিক জায়গা। আবৃত্তি নিয়ে অনেকেই মন্তব্য করেন বা বিতর্ক করেন যে এটা শিল্প কি না! এটা যে শিল্প, এ নিয়ে কোনো বিতর্ক নেই। তেমনি আবৃত্তিকারকরাও আবৃত্তি শিল্পী। কেননা কবিতা নিঃশব্দে পড়ার বস্তু নয়, কণ্ঠস্বরে তার রূপ প্রকাশ পায়।

কাউন্সিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর।

ছবিঃ সংগৃহীত

spot_img

আরও পড়ুন

জেনে নিন: কেন জেন-জি প্রজন্ম চাকরি থেকে বাদ পড়ছে

জেন-জি প্রজন্মের কাছে চাকরি মানে শুধু অর্থ উপার্জন নয়;...

যোগ্য নেতৃত্ব ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান টেকসই নয়

ব্রিটেনজুড়ে গত দুই দশকে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্যশৈলীর অসংখ্য...

খেজুর গুড়ের ক্ষীরের রেসিপি

মাঝরাতে যদি হঠাৎ মিষ্টির মন চায়, তাহলে বাজারের মিষ্টি...

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

আপনি কি প্রায়ই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন? বন্ধু,...

ওরাল ক্যানসারের লক্ষণ ও সতর্কতা

বিশ্বব্যাপী উদ্বেগজনক হারে বাড়ছে ওরাল বা মুখগহ্বরের ক্যানসার। বাংলাদেশেও...

৭ সেকেন্ডে পৃথিবীর মাধ্যাকর্ষণ বন্ধ—নাসার স্পষ্ট ব্যাখ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি দ্রুত ছড়িয়ে পড়ে যে...

রমজানের প্রস্তুতিতে শাবানের তাৎপর্য

ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান শুরু হয়েছে। এই মাসটি...

ইউরিন টেস্টের আগে যে বিষয়গুলো জানা জরুরি

বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকেরা প্রায়ই প্রস্রাব পরীক্ষা করতে...

গবেষণায় ধরা পড়ল উদ্ভিদের শ্বাসপ্রক্রিয়ার ভিডিও

উদ্ভিদ যে পাতার ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, তা...

ইসলামে নেতৃত্ব ও সহযোগিতার শিক্ষা

আধুনিক করপোরেট জগৎ কিংবা সামাজিক সংগঠনে সাফল্যের অন্যতম চাবিকাঠি...

শিশুদের শ্বাসকষ্ট হলে কী করণীয়

শ্বাস নিতে গেলে দম আটকে আসার মতো সমস্যা কখনোই...

ভুল স্টোরি পোস্ট হলে যেভাবে দ্রুত মুছবেন

ফেসবুকের জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে স্টোরিজ অন্যতম। এই সুবিধার মাধ্যমে...

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন করে সিনেমা নির্মাণ...

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টিবিঘ্নিত নকআউট ম্যাচেও বাংলাদেশের তরুণ লেগস্পিনার...
spot_img

আরও পড়ুন

জেনে নিন: কেন জেন-জি প্রজন্ম চাকরি থেকে বাদ পড়ছে

জেন-জি প্রজন্মের কাছে চাকরি মানে শুধু অর্থ উপার্জন নয়; তারা ৯ টা-৫টার নিয়মে আবদ্ধ থাকতে চায় না। বিশেষ করে ফ্রিল্যান্স বা স্বাধীনভাবে কাজ করার...

যোগ্য নেতৃত্ব ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান টেকসই নয়

ব্রিটেনজুড়ে গত দুই দশকে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্যশৈলীর অসংখ্য মসজিদ। মিনারে মিনারে আলো ঝলমল করলেও ভেতরে তৈরি হয়েছে এক নীরব সংকট—যোগ্য ও আধুনিক চিন্তাসম্পন্ন...

খেজুর গুড়ের ক্ষীরের রেসিপি

মাঝরাতে যদি হঠাৎ মিষ্টির মন চায়, তাহলে বাজারের মিষ্টি না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু খেজুর গুড়ের ক্ষীর। রন্ধনশিল্পী আফরোজা খানম...

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

আপনি কি প্রায়ই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে নিজের মান মেলান? এমন প্রবণতা থাকলে আজকের দিনটি আপনার জন্যই।...
spot_img