প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, পুরনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, তাহলে জুলাই সনদ কার্যকর হবে এবং দেশ বদলাবে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইমাম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমাম, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে। এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ করেছে। আমরা যদি আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে এই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গণভোটে হ্যাঁ-এর জয় হলে দেশে আর ফ্যাসিস্ট সরকার ফিরবে না, তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড একপেশে হবে না এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো দীর্ঘমেয়াদী লুটপাট আর হবে না।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী ও মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।
সিএ/এএ


