সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
মহাপরিচালক বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারি প্রস্তাব এসেছে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। শিগগিরই তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এ বিষয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ অংশগ্রহণ করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছিল। অনেক পেজ ও আইডি থেকে পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য প্রচার করা হলেও তা ভিত্তিহীন ছিল।
সিএ/এএ


