বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি রাশিয়া দূতাবাসের জন্য গভীরভাবে দুঃখজনক। সরকারপ্রধান হিসেবে তার তিন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা রাশিয়ার কাছে স্মরণীয় ও কৃতজ্ঞতার যোগ্য।
রাশিয়া দূতাবাস খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সূত্র: রাশিয়া দূতাবাস ফেসবুক পোস্ট
সিএ/এএ


