বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে যাত্রী ছাড়া কোনো সহযাত্রী বা দর্শনার্থী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখা, বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। এই সময়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতাও বাড়ানো হবে।
এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেও, দলীয় স্বেচ্ছাসেবক ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বিএনপি।
সিএ/জেএইচ


