ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যাকারীরা কোথায় অবস্থান করছে তা জানা গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ইতোমধ্যেই গ্রেপ্তার করত।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম কোনো তথ্য থাকত, তাহলে অবশ্যই গ্রেপ্তার করা হতো।” তিনি জানান, হত্যাকারীরা দেশের ভেতরে কিংবা দেশের বাইরেও থাকতে পারে। তবে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে চিহ্নিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্তে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ফয়সালকে নিশ্চিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে নিজের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।”
সিএ/জেএইচ


