আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তফসিল নিয়ে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, ‘আজ বিকাল চারটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে।’
সিএ/এএ


