বিদেশ থেকে মোবাইল ফোন আনার নিয়ম নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার বিদেশ থেকে দুটি নতুন মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য তুলে ধরে গুজব ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, “অন্তর্বর্তী সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ প্রচার করছে যে মোবাইল ফোন আনার ব্যাপারে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে।”
তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার প্রবাসীদের সুবিধা বাড়িয়ে ব্যবহৃত সেটের সঙ্গে দুইটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। দুটি সেটের বেশি আনলে শুধু অতিরিক্ত অংশের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল সংশোধন করে এই সুবিধাটি দিয়েছে বিদেশে যাওয়া বিএমইটি–সনদপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য। অন্য যাত্রীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও প্রচার করা হচ্ছে—প্রবাসীরা দেশে ফিরলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। বিষয়টি স্পষ্ট করে উপদেষ্টা জানান, “শুধু প্রবাসীদের জন্য নয়, বাংলাদেশে যে কেউ ১৬ ডিসেম্বর থেকে নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের সবার জন্যই প্রযোজ্য।”
তিনি জানান, অবৈধ মোবাইল সেট ব্যবহার করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণে রাখতে এ নিয়ম করা হয়েছে।
পোস্টের শেষে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো বড় পাপ। কিছু মানুষ পর্যন্ত দাবি করছে—প্রবাসীরা নাকি দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন! এসব ভিত্তিহীন প্রচারণা প্রতিরোধ করুন।”
সিএ/এএ


