ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত বিদেশ থেকে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৮২ হাজার ১৩০ জন প্রবাসী বাংলাদেশি। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৫৭৬ জন এবং নারী ১৮ হাজার ৫৫৪ জন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য পাওয়া যায়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানায়, নিবন্ধন শেষে সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে পোস্টাল ব্যালট পেপার। ভোটার ব্যালট পূরণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকংসহ ৪০টির বেশি দেশে প্রবাসীরা এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোট সম্পৃক্ততায় ইসির লক্ষ্য ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা।


