শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী অমরসুরিয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর সহায়তা ও সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ফোনালাপে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের দ্রুত সহায়তা ও মানবিক উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করেন। তিনি জানান, সাম্প্রতিক দুর্যোগে দেশটিতে বিপুলসংখ্যক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পর বাংলাদেশ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা আন্তরিকতার সঙ্গে স্মরণ করবে শ্রীলঙ্কার জনগণ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার দুর্যোগে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন,
“আপনাদের প্রয়োজন হলে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত। যা যা করা দরকার, আমরা তা করতে পারলে খুশি হব।”
চলতি বছরের শুরুতে ব্যাংককে বিমসটেক বৈঠকের সময় দুই নেতার সাক্ষাতের প্রসঙ্গও তুলে ধরেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাদের প্রশাসন বর্তমানে বন্যা ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
আলাপের একপর্যায়ে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী।
ফোনালাপে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।


