রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিসর দ্রুত বাড়তে থাকায় এটি বিশ্বের নবম থেকে এক ধাক্কায় দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকাই বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। তালিকার শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বাস করেন প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও—জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।
বিশ্বজুড়ে বর্তমানে মেগাসিটির সংখ্যা ৩৩। ১৯৭৫ সালে সংখ্যা ছিল মাত্র ৮টি। ১ কোটির বেশি জনসংখ্যার শহরকে মেগাসিটি বলা হয়। এর মধ্যে ১৯টি অবস্থিত এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এশিয়ায়—ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজু, ফিলিপাইনের মানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউলসহ অন্যান্য শহর এতে রয়েছে।
এশিয়ার বাইরে কেবল মিসরের রাজধানী কায়রো শীর্ষ তালিকায় টিকে আছে, যেখানে বসবাস করেন প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ। আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো এবং আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।
জাতিসংঘের মতে, ঢাকার জনসংখ্যা বাড়ার মূল কারণ গ্রাম থেকে শহরে মানুষের অভিবাসন। কাজের সুযোগ, বন্যা ও জলবায়ু ঝুঁকি এড়ানোসহ বিভিন্ন কারণে মানুষ রাজধানীমুখী হচ্ছে।
সিএ/এমআরএফ


